মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের চিকিৎসায় জামায়াতের ৫০ লাখ টাকা সহায়তা

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য থেকে প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরে এই সহায়তা আরও বাড়বে বলেও জানানো হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে এই তথ্য নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি লেখেন, উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ।
একই সঙ্গে তিনি আহতদের চিকিৎসায় দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানান। পরে মহান আল্লাহ তা'য়ালার কাছে আহতদের পাশে এগিয়ে আসার তাওফিক কামনা করে দোয়া করেন।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ভবনে। সেখানে বহু হতাহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত ৩১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বিমানটির পাইলটও বেঁচে নেই। হতাহতদের মধ্যে বেশিরভাগই শিশু।
বিভি/এজেড
মন্তব্য করুন: