• NEWS PORTAL

  • রবিবার, ১০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিপিএলের পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কত

প্রকাশিত: ১২:০৩, ১৮ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
বিপিএলের পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কত

ফাইল ছবি

বিপিএলে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে রংপুর রাইডার্স। অন্যদিকে রেকর্ড গড়া এক জয়ের পরও মুখ থুবরে পড়েছে ঢাকা ক্যাপিটালস।

বিপিএলে আজ (শনিবার) বিরতি। চট্টগ্রামে আগামীকাল আবারও মাঠে নামবে দলগুলো। এই পর্যন্ত সর্বোচ্চ ৮টি করে ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান দুই মেরুতে। আট ম্যাচের সবকয়টি ম্যাচে জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। এরই মধ্যে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে দলটি। 

অন্যদিকে আট ম্যাচে মাত্র একটিতেই জ্বলে উঠেছে চিত্রনায়ক শাকিব খানের দল। লিটন দাস-তানজিদ তামিমের সৌজন্যে এক ম্যাচে রেকর্ডের পাতায় ওলট-পালট আনলেও পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তলানিতে। কাগজে কলমে এখনো তাদের সুযোগ থাকলেও মাত্র দুই পয়েন্ট নিয়ে প্লে অফের কক্ষপথ থেকে অনেকটাই দূরে তারা। 

শেষ ম্যাচে রাইডার্সের কাছে হেরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানটি হাতছাড়া হয়েছে চিটাগং কিংসের। ছয় ম্যাচে চার জয়ে তাদের সংগ্রহ আট পয়েন্ট। 

প্লে অফে কোয়ালিফায়ারে জায়গা পেতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কিংস ও ফরচুন বরিশালের মধ্যে। ছয় ম্যাচে বরিশাল দুটি ম্যাচে হেরেছে। দুটিতেই তাদের প্রতিপক্ষ ছিলো রংপুর। কিংসের সমান আট পয়েন্ট নিয়ে রানরেটের হিসেবে দ্বিতীয়স্থানটি এখন ফরচুনের দখলে। প্লে অফের চতুর্থস্থানের জন্য লড়ছে দূর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। ছয় পয়েন্ট নিয়ে কিছুটা এগিয়ে রাজশাহী।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2