• NEWS PORTAL

  • সোমবার, ০৫ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শিরোপা পুনরুদ্ধারে আরেক ধাপ এগিয়ে বার্সা

প্রকাশিত: ১০:৪৮, ৪ মে ২০২৫

ফন্ট সাইজ
শিরোপা পুনরুদ্ধারে আরেক ধাপ এগিয়ে বার্সা

লা লিগায় রিয়াল ভায়াদোলিদকে হারিয়ে স্প্যানিশ লা লিগায় শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেলো বার্সেলোনা। শনিবার (৩ মে) প্রতিপক্ষের মাঠে পিছিয়ে পড়ে লিগ লিডারদের জয় ২-১ গোলে। বার্সার দুই গোলদাতা রাফিনিয়া ও ফের্মিন লোপেস। 

চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচ থেকে নয়টি পরিবর্তন আনেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। টিকে যান কেবল পেদ্রি ও জেরার্দ মার্তিন। ভায়াদোলিতের মাঠে সবশেষ ২০২৩ সালে ৩-১ গোলে হেরেছিলো কাতালান জায়ান্টরা। সেই ম্যাচে দ্বিতীয় মিনিটে পিছিয়ে পড়া বার্সা এদিন ষষ্ঠ মিনিটে গোল খেয়ে বসে। স্বাগতিকদের গোলদাতা ইভান সানচেস। ৩৬ মিনিটে দানিয়েল রদ্রিগেস কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়লে বদলি নামেন লামিনে ইয়ামাল। কিন্তু, প্রথমার্ধে গোল শোধ দিতে পারেনি হ্যান্সি ফ্লিকের দল।

দ্বিতীয়ার্ধে রাফিনিয়া মাঠে নেমে নবম মিনিটে বার্সাকে সমতায় ফেরান। ইয়ামালের ক্রস থেকে বল পেয়ে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ছয় মিনিট পর লিগ লিডারদের এগিয়ে নেন ফের্মিন লোপেস। ৬৯ মিনিটে এক্তর ফোর্তের শট পোস্টে লেগে মাঠে ফেরার পর ইয়ামাল, দানি ওলমো, রাফিনিয়াদের প্রচেষ্টাও ব্যর্থ হয়। ৩৪ খেলায় ৭৯ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদকে ৭ পয়েন্ট দূরে রেখে লিগ শীর্ষে বার্সা। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2