বাঁচা-মরার লড়াইয়েও হেরে গেলো আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে বাঁচা-মরার লড়াই সামনে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগে হার দেখলো আর্সেনাল। শনিবার (৩ মে) ঘরের মাঠে বোর্নমাইথের বিপক্ষে এগিয়ে গিয়ে হার তাদের ২-১ গোলে। গত অক্টোবরে প্রতিপক্ষের মাঠেও হেরেছিলো লিগ টেবিলের দুইয়ে থাকা দলটি।
লিগের শিরোপা লড়াই শেষ হয়ে গেছে। কিন্তু, আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার লড়াই এখনও বাকি। সেই চ্যালেঞ্জে ভালোভাবেই এগিয়ে থেকে এদিন এমিরেটস স্টেডিয়ামে বোর্নমাউথের মোকাবেলায় নামে আর্সেনাল। তবে, প্রথম আধা ঘন্টায় গোলের জন্য দুটি শট নিয়ে তা লক্ষ্যে রাখতে পারেননি দলটির ডেকলান রাইস ও গ্যাব্রিয়ের মার্তেনেল্লি। ৩৪ মিনিটে রাইস আর ভুল করেননি। ডি-বক্সে সতীর্থের পাস পেয়ে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার।
গত অক্টোবরে লিগের প্রথম দেখায় আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে দেওয়া বোর্নমাউথ ৬৭ মিনিটে গোল শোধ দেয়। দারুণ হেডে সমতা টানেন তরুণ ডাচ ডিফেন্ডার ডিন হুইসেন। আত্মবিশ্বাসী হয়ে এরপর কয়েকটি আক্রমণ করে ৭৫ মিনিটে এগিয়েও যায় অতিথি দল। গোলদাতা ব্রাজিলিয়ান স্ট্রাইকার এভানিলসন। বাকি সময়ে চেস্টা চালিয়েও খেলায় ফিরতে পারেনি মিকেল আর্তেতার দল। ৩৫ খেলায় ৬৭ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটিকে তিন পয়েন্টে দূরে রেখে দ্বিতীয় স্থানে আর্সেনাল। শিরোপা নিশ্চিত করে ফেলা লিভারপুলের সংগ্রহ ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: