• NEWS PORTAL

  • সোমবার, ০৫ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আইপিএলে টানা ছয় ছক্কা মারলেন পরাগ

প্রকাশিত: ১১:৫৭, ৫ মে ২০২৫

ফন্ট সাইজ
আইপিএলে টানা ছয় ছক্কা মারলেন পরাগ

ছবি: সংগৃহীত

ইতিহাস গড়লেন রিয়ান পরাগ। বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডের এমন এক পাতায় নাম লেখালেন, যেখানে এর আগে পা পড়েনি আর কারও। ইডেন গার্ডেন্সে রবিবার (৪ মে) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রান তাড়ায় টানা ছয়টি ছক্কা মারেন রাজস্থান রয়্যালসের এই ব্যাটসম্যান।

কলকাতার ৪ উইকেটে ২০৬ রানের জবাবে ৮ রানের মধ্যে বৈভাব সূর্যবংশী ও কুনাল সিং রাঠোর আউট হলে উইকেটে আসেন রাজস্থানের ভারপ্রাপ্ত অধিনায়ক পরাগ। ষষ্ঠ উইকেটে শিমরান হেটমায়ারকে নিয়ে তান্ডব চালান পরাগ। ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে মইন আলিকে ছক্কা মেরে ২৭ বলে ফিফটি স্পর্শ করেন। ওভারের পরের তিন বলে ছক্কা হজম করে ওয়াইড দেন ইংলিশ স্পিনার। ওভারের শেষ বলেও মইনকে ছক্কায় ওড়ান ২৩ বছরের ভারতীয় ব্যাটসম্যান। আইপিএলে এর আগে এক ওভারে পাঁচটি ছক্কা মারতে পেরেছিলেন ক্রিস গেইল, রাহুল তেওয়াতিয়া, রবিন্দ্র ও রিঙ্কু সিং। পরের ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পেয়ে বরুণ চক্রবর্তিকে ছক্কায় উড়িয়ে রেকর্ডের পাতায় নাম তোলেন পারাগ। ১৮তম ওভারে তার 'টর্নেডো' ইনিংস থামে হার্শিত রানার বলে ক্যাচ দিয়ে।

৪৫ বলে ৯৫ রানের ইনিংসে ছয়টি চার ও আটটি ছয় মারেন পরাগ। সপ্তম ব্যাটসম্যান হিসেবে তার বিদায়ের পর শেষ দুই ওভারে প্রয়োজনীয় ৩৩ রান তুলতে পারেনি রাজস্থান।

বিভি/এ আই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2