• NEWS PORTAL

  • সোমবার, ০৫ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন 

প্রকাশিত: ১৭:৩৫, ৪ মে ২০২৫

ফন্ট সাইজ
টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন 

ছবি: লিটন কুমার দাস

বেশ কিছুদিন ধরেই সময় খারাপ যাচ্ছিলো লিটন কুমার দাসের। আঙুলের চোটে পড়ে না খেলেই ফিরে এসেছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে। কিন্তু খারাপ সময় যে সাময়িক, তা প্রমাণ হলো আরও একবার। ব্যাটার লিটন দাসের কাছে খবর এলো, জাতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক তিনি।

রবিবার (৪ মে) বিকেলে মিরপুরে তাঁদের নাম ঘোষণা করেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম।

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিলো, অধিনায়কত্বের দায়িত্ব লিটনই কাঁধেই চড়ছে। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এর আগে লিটনের চারটি টি–টোয়েন্টিতে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে।

আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে টি-টোয়েন্টিতে সহঅধিনায়কের দায়িত্ব পেয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান।

মেহেদীকে সহ–অধিনায়ক কেন করা হলো, এমন প্রশ্নে নাজমূল আবেদীন ফাহিম গণমাধ্যমকে বলেন, শুধু এই দুটি সিরিজের জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে আরও কয়েকজনকে দেখা হবে। সেখান থেকে তারা শেষ পর্যন্ত একজনকে বেছে নেবেন। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2