• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কাটলো শঙ্কার মেঘ, অনুশীলনে ফিরেছেন উসমান দেম্বেলে

প্রকাশিত: ১১:২১, ৬ মে ২০২৫

ফন্ট সাইজ
কাটলো শঙ্কার মেঘ, অনুশীলনে ফিরেছেন উসমান দেম্বেলে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল ফিরতি লেগের আগে উসমান দেম্বেলেকে নিয়ে পিএসজি শিবিরে যে শঙ্কার মেঘ জমেছিলো, তা অনেকটাই কেটে গেছে। চোট কাটিয়ে সোমবার (৬ মে) অনুশীলনে ফিরেছেন ফরাসি চ্যাম্পিয়নদের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়।

ইউরোপ সেরার ফাইনালে ওঠার লড়াইয়ের শেষ ধাপে বুধবার ঘরের মাঠে আর্সেনালের মোকাবেলা করবে পিএসজি। প্যারিসে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে সেমিফাইনালের ফিরতি লেগ ম্যাচটি। গত সপ্তাহে আর্সেনালের মাঠে প্রথম লেগ ১-০ গোলে জিতে এগিয়ে প্যারিসের ক্লাবটি। সেদিন একমাত্র গোলটি করেন দেম্বেলে। ওই ম্যাচের পুরোটা খেলতে পারেননি ফরাসি ফরোয়ার্ড। ৭০তম মিনিটে মাঠ ছেড়ে যান। পরে জানা যায়, হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন দেম্বেলে। তাতে ঘরের মাঠে ফিরতি লেগে তার খেলার সম্ভাবনা নিয়ে জাগে শঙ্কা। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৪৫ ম্যাচে ৩৩ গোলের সঙ্গে ১২টি অ্যাসিস্ট করা দেম্বেলের ফেরার সম্ভাবনা সোমবার জোরালো হয়েছে। চোট কাটিয়ে এদিন পুরোদমে অনুশীলন করেছেন ২৭ বছরের তারকা। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপার খোঁজে আছে পিএসজি। দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে ওঠার জন্য লড়ছে তারা। ২০২০ সালের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরে স্বপ্ন ভেঙেছিলো দলটির।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2