শেষ ম্যাচে রুদ্ধশ্বাস জয়, সিরিজ জিতলো বাংলাদেশ

উত্তরের জেলা রাজশাহীবাসী মাতলো ক্রিকেট উৎসবে। সেই উৎসবকে আরও বেশি রঙ দিয়েছেন বাংলাদেশ ইমার্জিং দলের ক্রিকেটাররা। সফরকারী দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা।
শুক্রবার (১৬ মে) সিরিজ নির্ধারণী ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৩৪ রানে পরাজিত করে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ইমার্জিং দল। তবে শুরুটা আশানুরূপ হয়নি। ওপেনার রিজওয়ান রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একটা পর্যায়ে মাত্র ১১৮ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা।
দলের এমন কঠিন মুহূর্তে হাল ধরেন মাহফুজুর রহমান রাব্বি ও রাকিবুল হাসান। এই দুই তরুণ তুর্কি অষ্টম উইকেট জুটিতে যোগ করেন মহামূল্যবান ৮৪ রান। রাকিবুল ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এবং রাব্বি থামেন ব্যাক্তিগত ৫৮ রানে । তাদের এই জুটির ওপর ভর করেই বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে ২২৫ রানের সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয়।
২২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলও শুরুতেই হোঁচট খায়। বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিজালে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। বল হাতেও আলো ছড়ান রাকিবুল হাসান। তিনি একাই তুলে নেন প্রতিপক্ষের চারটি উইকেট। তাকে যোগ্য সঙ্গ দেন মাহফুজুর রহমান রাব্বি এবং ওয়াসি সিদ্দিকী, দুজনেই দুটি করে উইকেট শিকার করেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে তায়ান ভ্যান ভুরেন সর্বোচ্চ ৪০ রান করলেও দলের হার এড়াতে পারেননি। শেষ পর্যন্ত ১৯১ রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। ফলে ৩৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ইমার্জিং দল এবং নিশ্চিত করে সিরিজ জয়।
বিভি/এজেড
মন্তব্য করুন: