আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ
কলম্বোর মাঠে আজ পাকিস্তানের মুখোমুখি টাইগ্রেসরা

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ (বৃহস্পতিবার) আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় মাঠে গড়াবে ম্যাচটি।
নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পথ চলা শুরু হয় ২০২২ সালে। নিউজিল্যান্ডে সে আসরে প্রথম রাউন্ডে ৭ ম্যাচ খেলে শুধু একটিতে জিতেছিলো টাইগ্রেসরা। হ্যামিলটনে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয় উদযাপন করেছিলো নিগার সুলতানা জ্যোতির দল। ৮ দেশের সে আসরে সপ্তম হয়েছিলো বাংলাদেশ। এবার দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপে খেলছে নিগার সুলতানারা। লক্ষ্য একাধিক জয়। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার চ্যালেঞ্জ জ্যোতিদের।
এই বিশ্বকাপে ভারত স্বাগতিক দেশ হলেও পাকিস্তান নিরপেক্ষ ভেন্যু কলম্বোতে তাদের সব ম্যাচ খেলবে। দুই দেশের রাজনৈতিক বৈরিতা এবং নিরাপত্তা ইস্যুতে ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান। বাংলাদেশ নারী দল তাদের সবশেষ পাঁচ ওয়ানডেতে তিনটিতে জয় পেলেও পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছে। অন্যদিকে, পাকিস্তানও তাদের শেষ পাঁচ ম্যাচের তিনটি জিতে দুটিতে হেরেছে। ২০১১ সালে নারী ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর পাকিস্তানের বিপক্ষে এ পর্যন্ত ৩৯ ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার পাঁচটি জিতে ৩৪ ম্যাচে হেরেছে টাইগ্রেসরা।
বিভি/এসজি
মন্তব্য করুন: