বাংলাদেশের বোলিং তোপে লণ্ডভণ্ড পাকিস্তান, ১২৯ রানেই অলআউট

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে বাংলাদেশ নারী দলের দরকার মাত্র ১৩০ রান। আজ নিজেদের প্রথম ম্যাচে আগে বোলিং করে পাকিস্তানকে ১২৯ রানেই অলআউট করে দিয়েছে টাইগ্রেসরা।
ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট শিকার করে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন মারুফা আক্তার। মাঝের ওভারগুলোতে সেই ধারবাহিকতা ধরে রাখেন স্পিনাররা। নাহিদা-রাবেয়াদের ঘূর্ণিতে বেশি দূর এগোতে পারেনি পাকিস্তান। টাইগ্রেসদের দারুণ বোলিংয়ে দেড়শর আগেই অলআউট হয়েছে পাকিস্তান।
কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করেছে পাকিস্তান।
ডানহাতি পেসার মারুফার সুইং আর গতি যেন চোখেই দেখতে পারেননি পাকিস্তানি ব্যাটাররা। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ওমাইমা সোহেলকে বোল্ড করেন। পরের বলেই ফর্মে থাকা সিধরা আমিনের স্টাম্প ভাঙেন এই পেসার।
২ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেন মুনিবা আলি ও রামিন শামিম। বড় হতে থাকা এই জুটি ভাঙেন নাহিদা। সাজঘরে ফেরার আগে ৩৫ বলে ১৭ রান করেছেন মুনিবা। ৩৯ বলে ২৩ রান করা শামিমকেও ফিরিয়েছেন নাহিদা।
দলীয় ফিফটির আগেই ৪ উইকেট হারানো পাকিস্তানের বিপদে আরো বাড়িয়েছেন সিধরা নাওয়াজ। ২০ বলে ১৫ রান করা এই মিডল অর্ডার ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন রাবেয়া।
ফাতিমা সানা-নাটালিয়া পারভেজরা উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। ফাতিমা ৩৩ বলে ২২ রান করেছেন। শেষদিকে ডায়ানা ২২ বলে অপরাজিত ১৬ রান করলেও দেড়শর আগেই অল আউট হয় তারা।
বাংলাদেশের হয়ে ৫ রানে ৩ উইকেট শিকার করেন স্বর্ণা। এছাড়া মারুফা ও নাহিদা দুইটি করে এবং নিশিতা নিশি, রাবেয়া ও ফাহিমা একটি করে উইকেট লাভ করেন।
বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক ও অধিনায়ক, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার।
পাকিস্তান একাদশ: মুনিবা আলী, উমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, 5 নাতালিয়া পারভেজ, ফাতিমা সানা, সিদরা নওয়াজ, রামিন শামীম, নাশরা সান্ধু, ডায়ানা বেগ ও সাদিয়া ইকবাল।
বিভি/এজেড
মন্তব্য করুন: