• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

এশিয়া কাপের পর আবার মাঠে টাইগাররা, টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ২০:৪৪, ২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
এশিয়া কাপের পর আবার মাঠে টাইগাররা, টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস করছেন দুই অধিনায়ক।

এশিয়া কাপের ব্যর্থতা ভুলে আবারও দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। শারজায় বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে গড়িয়েছে তিন ম্যাচ সিরিজের প্রথমটি। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) ম্যাচে টস হেরেছেন টাইগার অধিনায়ক জাকের আলী। লিটন দাস না থাকায় তার কাঁধেই উঠেছে নেতৃত্ব। টস জিতে আগে ব্যাটিং নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।

আফগানিস্তানের বিপক্ষে ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে টাইগাররা জিতেছে ছয়টিতে আর হেরেছে সাত ম্যাচে। তবে সবশেষ টি-টোয়েন্টি ফরমেটের এশিয়া কাপে আফগানদের হারিয়েই সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশ। আজ প্রথম ম্যাচ জিতলে সিরিজ জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। 

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মোহাম্মদ নবী, শারাফউদ্দিন আশরাফ, নুর আহমেদ, মোহাম্মদ ইসহাক ও ফরিদ আহমেদ।

বাংলাদেশ একাদশ: জাকের আলী, তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসাইন, নাসুম আহমেদ ও তানজিম সাকিব।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2