বিশ্বকাপ মিশন শুরুর প্রথম ম্যাচেই টস হারলো বাংলাদেশ

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের মিশন শুরু করছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগ্রেসরা। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টস হেরেছেন নিহার সুলতানা জ্যোতি। টস জিতে আগে ব্যাটিং নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় মাঠে গড়াবে ম্যাচটি।
এই বিশ্বকাপে ভারত স্বাগতিক দেশ হলেও পাকিস্তান নিরপেক্ষ ভেন্যু কলম্বোতে তাদের সব ম্যাচ খেলবে। দুই দেশের রাজনৈতিক বৈরিতা এবং নিরাপত্তা ইস্যুতে ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান।
বাংলাদেশ নারী দল তাদের সবশেষ পাঁচ ওয়ানডেতে তিনটিতে জয় পেলেও পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছে। অন্যদিকে, পাকিস্তানও তাদের শেষ পাঁচ ম্যাচের তিনটি জিতে দুটিতে হেরেছে। ২০১১ সালে নারী ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর পাকিস্তানের বিপক্ষে এ পর্যন্ত ৩৯ ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার পাঁচটি জিতে ৩৪ ম্যাচে হেরেছে টাইগ্রেসরা।
বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক ও অধিনায়ক, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার।
পাকিস্তান একাদশ: মুনিবা আলী, উমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, 5 নাতালিয়া পারভেজ, ফাতিমা সানা, সিদরা নওয়াজ, রামিন শামীম, নাশরা সান্ধু, ডায়ানা বেগ ও সাদিয়া ইকবাল।
বিভি/এজেড
মন্তব্য করুন: