রুবাইয়ার ফিফটিতে পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু টাইগ্রেসদের

ওয়ানডে বিশ্বকাপের ময়দানে এসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আর সেই অভিষেকেই আলো ছড়িয়ে দলকে জেতালেন বাংলাদেশ নারী দলের ব্যাটার রুবাইয়া হায়দার। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা।
বৃহস্পতিবার (২অক্টোবর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে ১২৯ রানে অলআউট হয়েছিল পাকিস্তানের নারী দল। জবাবে ৩ উইকেট হারিয়ে ১১৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এদিন ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ৭৭ বলে অপরাজিত ৫৪ রানের দল জেতানো ইনিংস খেলেছেন অভিষিক্ত রুবাইয়া হায়দার। ওপেনিং জুটি ভালো করতে না পারলেও টানা তিনটি ছোট ছোট জুটিতে জয় পায় লাল-সবুজের সেনানীরা।
ছোট লক্ষ্যে পেরোনোর পথে রুবাইয়ার ফিফটি ছাড়া ১৯ বলে ২৪ রানের অনবদ্য ইনিংস খেলেছেন সোবহানা মোশতারি। ৪৪ বলে ২৩ রান করেছেন অধিনায়ক দলনায়ক নিগার সুলতানা জ্যোতি। আর শারমীন আক্তার করেন ১০ রান।
পাকিস্তানের হয়ে বল হাতে ফাতিমা সানা, ডায়না বেগ ও রামিন শামীম একটি করে উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে মারুফা খাতুনদের তোপের মুখে পড়ে পাকিস্তানী ব্যাটাররা। ৩৮ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করে পাকিস্তান।
ডানহাতি পেসার মারুফার সুইং আর গতি যেন চোখেই দেখতে পারেননি পাকিস্তানি ব্যাটাররা। ইনিংসের প্রথম ওভারেই দুটি উইকেট শিকার করে বাংলাদেশকে শুভ সূচনা এনে দেন মারুফা।
২ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেন মুনিবা আলি ও রামিন শামিম। এই জুটি ভাঙেন নাহিদা। সাজঘরে ফেরার আগে ৩৫ বলে ১৭ রান করেছেন মুনিবা। ৩৯ বলে ২৩ রান করা শামিমকেও ফিরিয়েছেন নাহিদা।
২০ বলে ১৫ রান করা সিধরা নাওয়াজকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রাবেয়া। ফাতিমা ৩৩ বলে ২২ রান করেছেন। শেষদিকে ডায়ানা ২২ বলে অপরাজিত ১৬ রান করলেও দেড়শর আগেই অল আউট হয় তারা।
বাংলাদেশের হয়ে ৫ রানে ৩ উইকেট শিকার করেন স্বর্ণা। এছাড়া মারুফা ও নাহিদা দুইটি করে এবং নিশিতা নিশি, রাবেয়া ও ফাহিমা একটি করে উইকেট লাভ করেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: