টাইগারদের ব্যাটিং বিপর্যয় নিয়ে হতাশ তানজিম সাকিব
ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের ১৬ রানে হারের পর ব্যাটিং বিপর্যয় নিয়ে হতাশা প্রকাশ করেছেন তানজিম হাসান সাকিব। তার মতে, ইনিংসের শুরুতে দ্রুত উইকেট হারানো এবং দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণেই সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে টাইগারদের।
চট্টগ্রামে সোমবার রাতে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে দলের হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই স্বীকারোক্তি দেন, বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলেছেন সাত নম্বরে নামা তানজিম হাসান সাকিব।
সাকিব জানান, ‘ব্যাটিংয়ে সবসময় সালাউদ্দিন স্যার আমার ওপর অনেক কনফিডেন্স রাখে। প্র্যাকটিসে অনেক বেশি ব্যাটিং করায়, যেটা আমাকেও আত্মবিশ্বাস দেয়। আমি চেষ্টা করি এবং টিম ম্যানেজমেন্টে যারাই আছে, একদম প্লেয়ার্স থেকে শুরু করে কোচরা, সবাই আমাকে বিশ্বাস করেই ব্যাটিংয়ে পাঠায় যে তুমি রান করতে পারবা।’
ম্যাচ হারের জন্য ব্যাটারদের দায়িত্বহীনতাকে দায়ী করে তিনি বলেন, আমাদের ব্যাটসম্যানদের উইকেটগুলো গেছে পাওয়ার প্লেতেই। তারা যদি সেট হয়ে আউট হতো, তাহলেও পরিস্থিতিটা ভিন্ন হতে পারত। কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যানই সেট হওয়ার আগেই আউট হয়েছে। আমি মনে করি, মিডল-অর্ডারের ব্যাটসম্যানরা আরও একটু দায়িত্ব নিতে পারত। যারা শুরুতেই আউট হয়ে গেছে, তারা যদি দায়িত্ব নিয়ে খেলা আরেকটু গভীরে নিয়ে যেতে পারত, তাহলে ম্যাচটা হয়তো ভিন্ন হতো।
সাকিব বলেন, তামিম যেরকম শুরু পেয়েছিল, সেটা খুবই ভালো ছিল। আর বাকি ব্যাটসম্যানদের অনেকেই সেট হওয়ার আগে আউট হয়ে গেছে। তাদের বিষয়ে আর বলার কিছু নাই। কিন্তু মিডল অর্ডার নিয়ে অবশ্যই চিন্তার কারণ আছে। তারা যদি আরেকটু টেনে নিতো খেলাটা, সেই অপশন ছিল, কারণ তখন ফিল্ড ওপেন হয়ে গেছিল। চাইলেই এক এক করে করে আমরা খেলাটা টেনে নিয়ে যেতে পারতাম।
বিভি/এজেড




মন্তব্য করুন: