পেনাল্টি থেকে গোল করেই বিপদে পড়লেন ডি ব্রুইনে
বড় এক ধাক্কা খেলো নাপোলি। ডান ঊরুর চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন দলটির তারকা ফুটবলার কেভিন ডি ব্রুইনে। এই বেলজিয়ান মিডফিল্ডারকে হয়তো ২০২৬ সালের শুরু পর্যন্ত মাঠে পাবে না ইতালিয়ান সিরি-আ লিগের ক্লাবটি।
সেরি আ'য় গত শনিবার ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করার পর ওই চোট পান ডি ব্রুইনে। একটু পরই মাঠ ছাড়েন ৩৪ বছরের বেলজিয়ান মিডফিল্ডার। ম্যাচটি ৩-১ গোলে জিতে লিগ টেবিলের শীর্ষে ফেরে শিরোপাধারী নাপোলি।
ডি ব্রুইনেকে হাসপাতালে নেওয়া হয়েছিলো। স্ক্যানে তার গুরুতর চোট ধরা পড়ার কথা সোমবার এক বিবৃতিতে জানায় ডিফেন্ডিং লিগ চ্যাম্পিয়নরা। কতদিন তাকে বাইরে থাকতে হবে, সে ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
তবে ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর, তিন থেকে চার মাস মাঠের বাইরে কাটাতে হতে পারে এই অভিজ্ঞ মিডফিল্ডারকে। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে ১০ বছরের লম্বা অধ্যায়ের ইতি টেনে গত গ্রীষ্মের দলবদলে ফ্রি ট্রান্সফারে নাপোলিতে নাম লেখান ডি ব্রুইনে। নতুন ঠিকানায় অভিষেক ম্যাচে চোখধাঁধানো ফ্রি-কিকে গোলও করেন।
সেরি আ'য় আট ম্যাচে গোল তার চারটি। এবারের উয়েঠা চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির খেলা তিন ম্যাচের সবকটিতেই মাঠে ছিলেন এই অভিজ্ঞ বেলজিয়ান তারকা।
বিভি/এজেড




মন্তব্য করুন: