জয় নেই টানা আট ম্যাচ, বরখাস্ত হলেন কোচ!
দলের টানা বাজে পারফরম্যান্সে চাকরি হারালেন ইগর টুডোর। প্রধান কোচের পদ থেকে তাকে বরখাস্ত করেছে জুভেন্টাস। সোমবার এক বিবৃতিতে ৪৩ বছরের ক্রোয়াট কোচকে সরিয়ে দেওয়ার কথা জানায়, ইতালিয়ান সিরি-আ লিগের রেকর্ড চ্যাম্পিয়ন ক্লাবটি।
জুভেন্টাসের কোচ হিসেবে ইগর টুডোর চলতি বছরের মার্চে ইতালির থিয়াগো মোত্তা'র স্থলাভিষিক্ত হয়েছিলেন। ২০০৬-০৭ মৌসুমে ফ্রান্সের দিদিয়ে দেশমের পর ইগর টুগোরই ছিলেন ইতালিয়ান জায়ান্ট ক্লাবটিতে প্রথম বিদেশি কোচ। এই ক্রোয়াট কোচের অধীনে গত মৌসুমে চার নম্বরে থেকে সিরি-আ লিগ শেষ করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকেট পায় জুভেন্টাস।
এই মৌসুমের শুরুটাও ভালো ছিলো তাদের। সিরি-আ লিগে প্রথম তিন ম্যাচেই জয় পায় দলটি। এরপর পথ হারিয়ে ফেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচে জয়ের মুখ দেখেনি। এই সময়ে পাঁচ ড্রয়ের বিপরীতে তিনটি ম্যাচে হেরেছে তারা। সেই তিনটি হার আবার সবশেষ তিন ম্যাচে।
এবারের সিরি-আ লিগে আট ম্যাচে তিন জয়, তিন ড্র ও দুই হারে ১২ পয়েন্ট নিয়ে ২০ দলের টেবিলে নেমে গেছে তারা অষ্টম স্থানে। শীর্ষে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাপোলির চেয়ে পিছিয়ে পড়েছে ৬ পয়েন্টে। চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে জায়ান্ট ক্লাবটি।
বিভি/এজেড




মন্তব্য করুন: