• NEWS PORTAL

  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা টাইগার ‍যুবাদের

প্রকাশিত: ২১:২২, ২৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা টাইগার ‍যুবাদের

আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলকে ৫ রানে হারিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে থাকলো বাংলাদেশের যুবারা (অনূর্ধ্ব–১৯ দল)। মঙ্গলবার (২৮ অক্টোবর) ১৬ বছর পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে লড়াই করলো বাংলাদেশ-আফগানিস্তান। খেলার শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ফলাফল নির্ধারণ হয়।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৫ রান তোলে আফগান যুবারা। তাদের ইনিংসের কেন্দ্রবিন্দু ছিলেন ওপেনার উজাইরউল্লাহ নিয়াজাই। ১৩৭ বলে অপরাজিত ১৪০ রানের ইনিংসে তিনি মারেন ১৬ চার ও ১ ছক্কা। আফগান ইনিংসে একাই দলের অর্ধেকেরও বেশি রান করেন উজাইর। তবে, বাংলাদেশের পেসার ইকবাল হোসেনের দারুণ বোলিংয়ে শেষদিকে রান তুলতে পারেনি সফরকারীরা। ৫৭ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন ইকবাল।

অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে ২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগার যুবাদের। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। কিন্তু, ঘুরে দাঁড়ান কালাম সিদ্দিকী ও রিজান হোসেন। চতুর্থ উইকেটে ১৩৯ রানের জুটিতে দলকে ম্যাচে ফেরান তারা। কালাম তুলে নেন যুব ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (১১ চারে ১১৯ বলে ১০১ রান)। অপর প্রান্তে অপরাজিত ছিলেন রিজান ৭৫ রানে। শেষ ৪ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৩৫ রান, হাতে ছিল ৬ উইকেট। কিন্তু তখনই আলোকস্বল্পতা ম্যাচ থামিয়ে দেয়। খেলা বন্ধ হওয়ার সময় ডিএলএস পদ্ধতিতে এগিয়ে ছিলো বাংলাদেশ। এতেই ৫ রানে হেরে যায় আফগানিস্তান। প্রথম ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ হয়েছে বাংলাদেশের কালাম সিদ্দিকী।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2