• NEWS PORTAL

  • রবিবার, ১০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ফিফা প্রীতি ম্যাচে খেলতে ঢাকায় মালয়েশিয়া নারী ফুটবল দল

প্রকাশিত: ১৫:১৬, ২১ জুন ২০২২

ফন্ট সাইজ
ফিফা প্রীতি ম্যাচে খেলতে ঢাকায় মালয়েশিয়া নারী ফুটবল দল

দুই ম্যাচের ফিফা প্রীতি ম্যাচে খেলতে ঢাকায় এসেছে মালয়েশিয়া জাতীয় নারী ফুটবল দল।  সোমবার (২০ জুন) রাতে কুয়ালালামপুর থেকে মালয়েশিয়া দল ঢাকায় এসে পৌঁছায়।

মঙ্গলবার (২১ জুন) বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মালয়েশিয়ার মেয়েরা কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলন করবে। এর আগে বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত একই মাঠে অনুশীলন করবে বাংলাদেশ নারী ফুটবল দল। 

আগামী ২৩  জুন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় প্রথম প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিন ম্যাচের সময়ের সাথে মিলিয়ে সফরকারী দল অনুশীলন করে। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন।  আগামী সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে এই প্রীতি ম্যাচ দুটি খেলছে বাংলাদেশ।

ম্যাচ দুটি হওয়ার কথা ছিল সিলেট জেলা স্টেডিয়ামে। সেখানে ভয়াবহ বন্যার কারণে ম্যাচ দুটি ঢাকায় নিয়ে আসা হয়েছে।  সাবিনারা নিজেদের মাঠে মালয়েশিয়ার নারী ফুটবল দলকে হারাতে পারেন কি না সেটাই দেখার বিষয়।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2