• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জার্মানির জাতীয় দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো রেভে

প্রকাশিত: ০০:৩৪, ২৪ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
জার্মানির জাতীয় দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো রেভে

বিশ্বকাপে জার্মান দলের অধিনায়ক মানুয়েল নয়ারকে রেইনবো আর্মব্যান্ড বা বাহুবন্ধনী পরানোর সিদ্ধান্ত থেকে সরে আসায় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সুপারমার্কেট চেইন রেভে৷

জার্মান সুপারমার্কেট চেইনটি মঙ্গলবার ডিএফবির সঙ্গে বিজ্ঞাপনী প্রচারনা বাতিলের সিদ্ধান্তের কথা জানায়৷ মানুয়েল নয়ারসহ আরো কয়েকজন অধিনায়ক ‘ওয়ানলাভ' বাহুবন্ধনী পরে কাতারের মাঠে নামতে চেয়েছিলেন৷ কিন্তু ফিফা সেটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করবে জানালে এই সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা৷ ডাইভারসিটিকে উৎসাহিত করতে এই বাহুবন্ধনী পরতে চেয়েছিলেন অধিনায়করা৷   

গত সেপ্টেম্বরে ডিএফবি এক বিবৃতিতে জানিয়েছিল যে, আসন্ন নেশনস লিগ এবং কাতার বিশ্বকাপে রংধনুর রংয়ের বাহুবন্ধনী পরবেন মানুয়েল নয়ার৷  কিন্তু সোমবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানায় যে, কোনো খেলোয়াড় যদি এ ধরনের বাহুবন্ধনী পরে বিশ্বকাপের মাঠে নামেন, তাহলে তাকে হলুদ কার্ড দেখানো হবে৷ 

এরপরই নয়ারকে রেইনবো বাহুবন্ধনী পরানোর সিদ্ধান্ত থেকে সরে আসে জার্মানি৷ আর তার প্রতিক্রিয়ায় দেশটির সবচেয়ে বড় সুপারমার্কেট ফুটবল অ্যাসোসিয়েশনকে স্পন্সর করা বাদ দিলো৷ 

আমরা ডাইভারসিটির পক্ষে — ফুটবলও ডাইভারসিটি৷ আমরা এই অবস্থানেই থাকবো এবং এটিকে রক্ষা করবো,'' বলেন রেভে গ্রুপের প্রধান নির্বাহী লিওনেল স্যুখ৷
ফিফার কলঙ্কজনক মনোভাব পুরোপুরি অগ্রহণযোগ্য,'' যোগ করেন তিনি৷

ফিফার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে ডিএফবি: 

জার্মান সংবাদপত্র বিল্ডকে ডিএফবির মুখপাত্র স্টেফেন সিমন বলেন, ‘‘ডাইভারসিটি এবং মানবাধিকারের পক্ষে একটি নিদর্শন তৈরিতে আমাদের বাধা দিয়েছে ফিফা৷ সংস্থাটি এক্ষেত্রে সুনির্দিষ্ট না করেই খেলাধুলার উপর নিষেধাজ্ঞা আরোপের বড় হুমকি দিয়েছে৷ ফিফার এই উদ্যোগ আইনসিদ্ধ কিনা তা যাচাই করছে ডিএফবি৷''

ওয়ানলাভ প্রচারণায় জার্মানির সঙ্গে রয়েছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ওয়েলস, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন৷
এসব দেশের ফুটবল ফেডারেশনগুলো জানিয়েছিল যে, কাতার বিশ্বকাপে রেইনবো বাহুবন্ধনী পরবেন তাদের দলের অধিনায়করা৷ কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ইরানের খেলার আগে তারা এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান৷ কাতারে সমকামিতা অবৈধ৷  

কাতার বিশ্বকাপ নিয়ে জার্মানিতে তীব্র প্রতিক্রিয়া:

কাতার বিশ্বকাপকে ঘিরে কত কয়েক সপ্তাহ ধরে জার্মানিতে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ কিছু বার বিশ্বকাপের খেলা দেখানো থেকে বিরত রয়েছে৷ আর টুইটারে ইংরেজিতে #বয়কটকাতার২০২২ হ্যাশট্যাগটি ট্রেন্ড করছে৷

জার্মানির পশ্চিমাঞ্চলের হেয়ার্নে শহরের একটি ফুটবল স্টেডিয়ামে গত রোববার বেশ কয়েক হাজার কবরের মোমবাতি জ্বালানি হয়েছিল৷
কাতারে গত এক দশকে মারা যাওয়া পনের হাজারের বেশি অভিবাসী শ্রমিকের স্মরণে শ্রমিক কল্যাণ সংস্থা আভো এবং শিল্পী ফল্কার-ইওহানেস ট্রিবের উদ্যোগে এই আয়োজন করা হয়৷ কাতার সরকারের পরিসংখ্যান থেকে এই সংখ্যাটি নেয়া হয়েছে৷

পাশাপাশি বালুভর্তি ৬,৫০০ ফুটবলও স্টেডিয়ামের খেলার স্থানে রাখা হয়েছিল৷ কাতার সরকারের বাইরের বিভিন্ন সূত্র থেকে এই সংখ্যাটি পাওয়া গেছে৷ সেসবে দাবি করা হয়েছে যে, কাতার বিশ্বকাপ আয়োজনের বিডে জয়ী হওয়ার পর থেকে ৬,৫০০ অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন৷ এসব শ্রমিকরা মূলত ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার নাগরিক ছিলেন৷

সুত্র: ডিডব্লিউ
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2