• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

যেসব কারণে বিএনপিকে ছাড়ছে জামায়াত

যেসব কারণে বিএনপিকে ছাড়ছে জামায়াত

তিক্ত অভিজ্ঞতার আলোকে বিএনপি আর জোট ভিত্তিক রাজনীতি বিশেষ করে জামায়াতকে নিয়ে আর চলতে চায়না। বরং সরকার বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে যুগপদ আন্দোলনের কৌশন নিয়ে আগাতে চায় তারা। তবে বিএনপির সঙ্গে জামায়াতের বিচ্ছেদে সরকারি দলের চালও দেখছেন কেউ কেউ, আগামী সংসদে প্রধান বিরোধী দল বানানোর টোপ দিয়ে জমায়াতকে বিএনপি থেকে আলাদা করছে আওয়ামী লীগ। দলটিকে নিবন্ধ দেয়া ও দাড়িপাল্লা প্রতিক ফিরিয়ে দেয়া নিয়েও কথা হয়েছে বলে দাবি করেন কোন কোন সূত্র। সে যাই হোক আসছে জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনীতিতে আরো নানা মেরুকরণ হবে। জামায়াত-বিএনপির আপত বিচ্ছেদের মধ্য দিয়ে হয়তো সেই মেরুকরণের সূচনা হল। 

০২:২১ পিএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার