সব শিক্ষকের করোনাঃ অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা লাকসামের এক স্কুল

ফাইল ছবি
কুমিল্লার লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁও সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। প্রধান শিক্ষক শম্পা রানি সাহাসহ বিদ্যালয়ের আটজন শিক্ষকের সবারই রিপোর্ট করোনা পজিটিভ। এতে ওই বিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন:
অভিনেত্রী শিমু হত্যাঃ দায় স্বীকার করেছেন স্বামী
তৈমূরকে নিয়ে কী ভাবছে বিএনপি?
৯০ বছর বয়সে ৪০ বছরের নারীকে বিয়ে করলেন আইনজীবী
মঙ্গলবার (১৮ জানুয়ারি) থেকে স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে জানিয়ে এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
করোনায় আক্রান্ত অন্য শিক্ষকরা হলেন- মো. শাহ আলম, মন্টু চন্দ্র ঘোষ, উম্মে কুলসুম, বিলকিস নাসরিন, মো. একরামুল হক খন্দকার মুন্না, কামরুন নাহার ও রুবিনা ইসলাম।
প্রধান শিক্ষক শম্পা রানি সাহা বলেন, গত দুই দিন ধরে আমার শরীর খারাপ লাগছিলো। তাই আমি ও আমার স্বামীর করোনা পরীক্ষা করাই। পরীক্ষার ফলাফলে দু’জনের করোনা পজিটিভ আসে। বিষয়টি শিক্ষকদের জানালে মঙ্গলবার স্কুলের সব শিক্ষক করোনা পরীক্ষা করান। পরীক্ষায় সবার রিপোর্ট পজেটিভ আসে। পরে বিষয়টি আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানালে তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ রাখতে বলেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসন এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মতে বিদ্যালয়টি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যালয় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন:
বাবার জানাজায় হুইপ স্বপনসহ ফোন খোয়ালেন সাত জন
চিত্রনায়িকা শিমু’র স্বামী ও গাড়িচালককে নিয়ে অভিযানে র্যাব-পুলিশ
শিমু হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগ, মুখ খুললেন জায়েদ খান
বিভি/রিসি
মন্তব্য করুন: