• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অবশেষে জানা গেলো বুবলির ছেলের বয়স!

প্রকাশিত: ১৯:০৬, ২৯ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৯:১৬, ২৯ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
অবশেষে জানা গেলো বুবলির ছেলের বয়স!

শোবিজ অঙ্গনে আলোচনা-সমালোচনার তুঙ্গে এখন চিত্রনায়িকা বুবলী। তার সন্তানকে কেন্দ্র করে নানা ধরনের সংবাদ প্রকাশ হচ্ছে। গত মঙ্গলবার বুবলীর 'বেবি বাম্পে' ছবি প্রকাশের পর থেকে গুঞ্জনগুলো যেন সত্যি হয়ে সামনে আসছে। এর আগে সিনেমাপাড়ায় গুঞ্জন উঠেছিল, কন্যা সন্তানের মা হয়েছেন এই ঢাকাই নায়িকা। আর সেটি হয়েছে বছর কয়েক আগেই। আর সে সময়ের 'বেবি বাম্পের' ছবি এতদিন পর সামনে এনেছেন বুবলী।

তবে বুবলীর একাধিক ঘনিষ্ঠসূত্র জানিয়েছেন, মেয়ে নয় ছেলের মা হয়েছেন বুবলী। আর তার সন্তানের বাবা ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার বয়স দুই বছর। নির্মাতা কাজী হায়াতের 'বীর' সিনেমার মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে ছেলের মা হয়েছেন বুবলী। আর 'বীর' মুক্তি পেয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে। 

আরও পড়ুন: মা হতে আজকাল বাবা জরুরি নয়, আছে ভিন্ন পদ্ধতি: জ্যোতি

নাম প্রকাশে অনিচ্ছুক বুবলীর এক ঘনিষ্ঠজন জানান, যুক্তরাষ্ট্রে বুবলীর ছেলে হয়েছে। যখন বুবলী আড়ালে ছিলেন, তখনই তিনি মা হয়েছেন। শিশুর বয়স এখন দুই বছরের বেশি। 

খোঁজ নিয়ে জানা যায়, যুক্তরাষ্ট্র থাকা বাংলাদেশের মডেল-অভিনেত্রী নওশীন নাহরীন মৌ সেসময় বুবলীর পাশে ছিলেন। আর বুবলী ও তার সন্তানের পাশে থেকে সার্বিক সহযোগিতাও করেছেন তিনি। শুধু তাই নয়, শাকিব খানকে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি নিয়ে দেওয়ার পেছনেও নওশীনের অবদান অনেক। তার গ্রিন কার্ড পাওয়ার সব সহযোগিতা করেছেন এই মডেল-অভিনেত্রী।  

আরও পড়ুন: শাকিবকে নিয়ে মনের কথা জানালেন অপু বিশ্বাস!

এদিকে, ২০১৭ সালে বুবলী তার ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন। আর ক্যাপশনে লিখেছিলেন, 'ফ্যামিলি টাইম'। সেই ছবিতে বুবলী বোন ও দুলাভাইয়ের সঙ্গে বসে আছেন শাকিব খান। এখন নেটিজেনদের ধারণা, শাকিব-বুবলীর সম্পর্কের শুরুটা সেখান থেকেই। তবে সত্যটি তা নয়, বুবলীর রূপালি পর্দায় পা রাখার আগে থেকেই শাকিব খানের সঙ্গে তার পরিচয়। শাকিব খানই তাকে নিয়ে আসে রূপালি ভুবনে। ২০১৬ সালে 'বসগিরি' ও 'শুটার' সিনেমা দিয়ে শোবিজে বুবলীর আত্মপ্রকাশ। এরপর এই জুটি উপহার দিয়েছেন বেশ কিছু সিনেমা।

যদিও অভিনয়ের ভুবনে পা রাখার কোনো আগ্রহই ছিল না বুবলীর। চায়নি তার পরিবারও। তারপরও কিসের মোহে বুবলী সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তা জানা নেই কারো। এ নিয়ে পরিবারের সঙ্গেও অনেক মতবিরোধ হয়েছে তার। আর বর্তমান সময়ের ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে তার পরিবারও বেশ উদ্বিগ্ন।

আরও পড়ুন: ক’টা দিন সময় চাইছি, কেউ খারাপ কিছু ছড়াবেন না: বুবলী (ভিডিও)

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2