যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে নিহত ২৫

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে নিহত হয়েছে অন্তত ২৫ জন। ধসে পড়া বাড়িঘরের নিচে আটকে পড়ে আছেন অনেকে। উদ্ধারকাজ এখনো চলছে।
শুক্রবার মধ্যরাতে টর্নেডোটি আঘাত হানে এবং শনিবার (১৭ মে) বিকেল পর্যন্ত এটি স্থায়ী হয়।
কেন্টাকি অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে ১৪ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে মিজৌরি অঙ্গরাজ্যে ৭ জন নিহত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ হাজার ভবন। এছাড়াও সেন্ট লুইস শহরে ৫ জন নিহত হয়েছে।
শনিবার বিকেল পর্যন্ত মিজৌরি ও কেনটাকির প্রায় ১ লাখ ৪০ হাজার স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো। এই টর্নেডোয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে আটকে পড়া মানুষের সন্ধানে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
বিভি/এআই
মন্তব্য করুন: