• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা রাশিয়ার 

প্রকাশিত: ২১:৩৬, ১৯ মে ২০২৫

ফন্ট সাইজ
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা রাশিয়ার 

যুক্তরাজ্য-ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লিমিটেডকে ‘অবাঞ্ছিত সংস্থা’ হিসেবে ঘোষণা করেছে রাশিয়া। দেশটির জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আল-জাজিরার। 

সোমবার (১৯ মে) রাশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সংস্থাটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

এক বিবৃতিতে রাশিয়ার অ্যাটর্নি জেনারেল বলেছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লন্ডন অফিস ‘বিশ্বজুড়ে রাশিয়াবিরোধী প্রকল্প তৈরির কেন্দ্র’ হিসেবে কাজ করছে। সংস্থাটি ইউক্রেনের পক্ষে কাজ করছে; যার সঙ্গে রাশিয়া বর্তমানে যুদ্ধে লিপ্ত আছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওই অঞ্চলে সামরিক সংঘাত আরও বৃদ্ধি করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। ইউক্রেনের নব্য-নাৎসি বাহিনীর অপরাধকে সমর্থন ও তাদের জন্য অধিক তহবিলের ব্যবস্থা করার আহ্বান জানায় সংস্থাটি। এভাবে আমাদের দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একঘরে করার প্রচেষ্টা চালাচ্ছে অ্যামনেস্টি।’

রুশ কর্মকর্তারা প্রায়ই ইউক্রেনকে ‘নব্য-নাৎসি’ পরিচালিত রাষ্ট্র বলে অভিযোগ করে আসছেন। যদিও ইউক্রেন ও তার পশ্চিমা মিত্র এবং অন্যান্যরা এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।

রাশিয়ার এই নিষেধাজ্ঞার বিষয়ে তাৎক্ষণিকভাবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2