• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘কোনো মেয়াদ ছাড়াই চলবে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি’

প্রকাশিত: ২২:৫২, ১৯ মে ২০২৫

ফন্ট সাইজ
‘কোনো মেয়াদ ছাড়াই চলবে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি’

ছবি: ফাইল ফটো

ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তির কোনো মেয়াদ নেই। এমনটাই জানিয়েছেন উভয় দেশের কর্মকর্তারা। সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সিনেটে বলেন, ১৪ মে আলোচনার সময় উভয় পক্ষের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) ১৮ মে পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন।

এরপর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যম ব্যাপকভাবে প্রতিবেদন প্রকাশ করছে যে, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে। তবে, উভয় পক্ষের কর্মকর্তারা রবিবার স্পষ্ট করে বলেছেন, এ দিন ডিজিএমওদের আলোচনার সময়সূচী নির্ধারণ করা হয়নি। মূলত মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি শেষ হওয়ার কোনো নির্দিষ্ট মেয়াদ ছাড়াই কার্যকর হয়েছে। 

এ বিষয়ে এক ভারতীয় কর্মকর্তা বলেন, গত ১২ মে ডিজিএমও-এর সঙ্গে আলোচনায় যেমনটি পুনর্ব্যক্ত করা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কোনো তারিখ নেই। তবে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি কূটনীতিক বলেছেন, যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং মেয়াদ শেষ হওয়ার জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। 

প্রসঙ্গত, পেহেলগাম হামলাকে কেন্দ্র করে গত কয়েক দশক ধরে চলা ভারত-পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত ৭ মে। সেদিন  পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৩১ বেসামরিক নাগরিককে হত্যা করে। পালটা জবাবে, পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে রাফায়েলও ছিলো। এছাড়া কয়েক ডজনও ড্রোনও ধ্বংস করে ইসলামাবাদ।  

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2