• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পোপ

প্রকাশিত: ১২:২৪, ২২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পোপ

গাজার যুদ্ধ পরিস্থিতি ও পশ্চিম তীরের সহিংসতার বিষয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভ্যাটিকান সিটির পোপ চতুর্দশ লিও। 

সোমবার (২১ জুলাই) পোপ হিসেবে লিও দায়িত্ব গ্রহণের পর এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক কথোপকথন।

ভ্যাটিকান সিটি থেকে এএফপি জানায়, ভ্যাটিকান এক বিবৃতিতে জানিয়েছে, পোপ আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্পূর্ণ সম্মান জানানোর ব্যাপারে তাঁর আবেদন পুনর্ব্যক্ত করেছেন। বিশেষ করে বেসামরিক নাগরিক ও পবিত্র স্থানগুলোকে রক্ষার বাধ্যবাধকতা ও জোরপূর্বক বাস্তুচ্যুত নিষিদ্ধ করার ওপর জোর দিয়েছেন তিনি।

যুদ্ধের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা প্রদান এবং গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জরুরি প্রয়োজনের ব্যাপারেও গুরুত্বারোপ করেন পোপ।

গত শুক্রবার পোপ এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে ফোনালাপের পর এবার মাহমুদ আব্বাসের সঙ্গে পোপের কথোপকথন হলো। নেতানিয়াহুর সঙ্গে পোপের কথোপকথনের পরদিন গাজায় অবস্থিত একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরাইলি হামলায় তিনজন নিহত হন।

এর আগে গত রোববার পোপ গাজা যুদ্ধের ‘বর্বরতার’ নিন্দা এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2