• NEWS PORTAL

  • রবিবার, ২৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘আরব নেতাদের ঘাড়ে জমেছে ফিলিস্তিনি মুসলিমদের রক্তের বোঝা’

প্রকাশিত: ১৭:৫৪, ২৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
‘আরব নেতাদের ঘাড়ে জমেছে ফিলিস্তিনি মুসলিমদের রক্তের বোঝা’

ক্ষুধায় কাঁদছে গাজা, প্রতিদিন ঝরছে রক্ত। থামছে না মৃত্যুর মিছিল। কিন্তু বিশ্ব যেন দেখেও দেখছে না। আর আরব বিশ্বের নেতারা যেন আরও অনুভূতিশূন্য রয়েছে। এসব দেখে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম বিগ্রেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, আরব নেতাদের ঘাড়ে নিরীহ ফিলিস্তিনিদের রক্তের ভার জমেছে।

সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি বলেন, তোমাদের নীরবতার কারণে হাজার হাজার নিরীহ মানুষ মরে গেছে, তাদের রক্তের বোঝা এখন তোমাদের ঘাড়ে। যখন অন্যায় হচ্ছিল তখন তোমরা চুপ থেকেছো। সেই নীরবতাই অন্যায়ের সঙ্গে সহযোগিতা হিসেবে কাজ করেছে। হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয়েছে, প্রতারিত হয়েছে—এখন সেই রক্তের দায় তোমাদের ঘাড়ে।

আবু ওবাইদা আরব নেতাদের নীরবতার নিন্দা করেছেন এবং তাদেরকে ইসরাইলি গণহত্যার শিকার, অনাহার ও ওষুধ থেকে বঞ্চিত হাজার হাজার নিরীহ ফিলিস্তিনির মৃত্যুর জন্য দায়ী করেছেন।

ইসরাইলের প্রতি পশ্চিমাদের অটল সমর্থনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের শত্রুদেরকে দুনিয়ার বড় বড় দমনকারী শক্তিগুলো লাগাতারভাবে সাহায্য করছে—যাদের হাতে অনেক অস্ত্র আর গোলাবারুদ আছে।

গত দেড় বছরের বেশি সময় ধরে প্রতিদিনই মারা যাচ্ছে ফিলিস্তিনিরা। ইসরায়েলি সেনাদের হামলার নির্মম শিকার হচ্ছেন শিশুরাও। জাতিসংঘ বর্তমান সবচেয়ে ক্ষুধার্ত এলাকা হিসেবে গাজার নামও উল্লেখ করেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2