• NEWS PORTAL

  • রবিবার, ২৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো সাত ওমরাহযাত্রীর 

প্রকাশিত: ১৮:০০, ২৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো সাত ওমরাহযাত্রীর 

ছবি: সংগৃহীত

সৌদি আরবের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত ওমরাহযাত্রী নিহত হয়েছেন। তারা সবাই পাকিস্তানের নাগরিক ছিলেন। 

পাক সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ শনিবার (২৬ জুলাই) এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলেছ, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এই বাসিন্দারা ওমরাহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। চার শিশুও রয়েছে নিহতদের মধ্যে। দুর্ঘটনায় ওই পরিবারের আরও পাঁচ সদস্য আহত হয়েছেন।

পরিবারের অন্য সদস্যরা জানিয়েছেন, ১১ দিন আগে ওমরাহ করতে সৌদি আরবে যান তারা। এরমধ্যে আজ শনিবার (২৬ জুলাই) মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। সৌদি আরবেই অনুষ্ঠিত হবে তাদের জানাজার নামাজ।

এর আগে এ বছর পবিত্র হজ করতে গিয়ে সৌদিতে মৃত্যু হয় ১৮ পাকিস্তানির। যাদের বেশিরভাগই বয়স্ক ছিলেন। হার্ট অ্যাটাক ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে সৌদিতেই মৃত্যুবরণ করেন তারা। তাদের সবাইকে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হয়। এরআগের বছর হজ করতে গিয়ে ৩৫ পাকিস্তানির মৃত্যু হয়েছিলো।

সৌদি আরবে প্রায়ই এমন ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এতে অনেকের প্রাণহানি ঘটে। ২০২৩ সালের ২৮ মার্চ ভয়াবহ এক বাস দুর্ঘটনায় আট বাংলাদেশি ওমরাহযাত্রী নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছিলেন আরও ১৮ বাংলাদেশি। সবমিলিয়ে বাস অ্যাক্সিডেন্ট করে প্রাণ গিয়েছিলো ২০ জনের। - সূত্র: এআরওয়াই নিউজ

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2