পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত

ছবি: সংগৃহীত
পেরুতে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন।
শুক্রবার (২৫ জুলাই) দেশটির আন্দিজ পাহাড়ি অঞ্চলে ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, যাত্রার সময় বাসটিতে ৬৬ জন যাত্রী ছিলো। সরু ও আঁকাবাঁকা পথে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই প্রাণ হারান ১৬ যাত্রী। আরও দুইজনের মৃত্যু হয় হাসপাতালে।
খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে যোগ দেয় পুলিশ ও সেচ্ছাসেবীরা। এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটেছে এই বিপত্তি।
বিভি/এআই
মন্তব্য করুন: