• NEWS PORTAL

  • বুধবার, ২৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এক সাথেই খেলতো তিন বন্ধু, এখন পাশাপাশি কবরে! 

প্রকাশিত: ০০:২৭, ২৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
এক সাথেই খেলতো তিন বন্ধু, এখন পাশাপাশি কবরে! 

ছবি: বিবিসি

প্রতিদিনের মতোই সোমবার (২১ জুলাই) সকালে একসাথে স্কুলে গিয়েছিল আরিয়ান, বাপ্পি ও হুমায়ের। তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এই শিক্ষার্থীদের স্কুল শেষে চলছিল কোচিংয়। ক্লাস শেষে আবারও ঘরে ফেরার কথা ছিল। ঘরে ফিরেছে, কিন্তু অন্য রূপে। 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ঝরেছে এই তিন শিশুর প্রাণ। তারা একই বংশের সদস্য। দিয়াবাড়ির তারারটেক মসজিদ এলাকায় এক সাথেই বেড়ে উঠছিল, তাদের মৃত্যুও একই ঘটনায়।

মঙ্গলবার (২২ জুলাই) ওই এলাকায় সরেজমিন পরিদর্শনে মিললো শোকের আবহ। দুদিন আগেও যে আঙিনায় একসাথে খেলাধুলায় মেতে থাকতো এই শিশুরা, সেখানেই আজ পাশাপাশি কবর রচনা। 

চোখের জলে পরিবারের কনিষ্ঠ তিন সদস্যকে বিদায় জানালো স্বজনেরা। পুরো এলাকায় যেন শোকস্তব্ধ। অঝোরে কেঁদেছেন বন্ধু, সহপাঠি আর প্রতিবেশিরাও।

সূত্র: বিবিসি

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2