• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

প্রকাশিত: ০৮:৩৮, ২৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন।

বুধবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টা ১৮ মিনিটে বেগম খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দ্যেশ্যে রওনা হন।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়া হয়। রাত ২টা ৫২ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবনে পৌঁছান।

চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসার পর ২৫ জানুয়ারি তাঁকে ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘ চার মাস পর গত ৬ মে লন্ডন থেকে বেগম খালেদা জিয়া দেশে ফেরেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ দীর্ঘদিন থেকে বিভিন্ন জটিলতায় ভুগছেন। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2