মাইলস্টোন ট্র্যাজেডি: প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে ৮ জন। নতুন করে একজন ভর্তি আর হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে ১৩ জনকে।
আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নাফি নামের এক শিশু মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টায় মারা গেছে।
৯ বছরের শিশুটির শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিলো বলে জানিয়েছেন চিকিৎসকরা। অগ্নিদগ্ধ হয়ে যারা হাসপাতালে ভর্তি আছেন, তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২৩ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীনদের আপডেট তুলে ধরেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসিরউদ্দিন।
তিনি বলেন, হাসপাতালে ৪৪ জন ভর্তি আছেন। এরই মধ্যে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটি বিশেষজ্ঞ টিম যোগ দিয়েছেন। সমন্বিতভাবে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিভি/এআই
মন্তব্য করুন: