• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গ্রেফতার

প্রকাশিত: ০৯:৪৭, ২৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গ্রেফতার

ছবি: এ বি এম খায়রুল হক

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল আটটার দিকে ডিবি পুলিশ তাকে বাসা থেকে গ্রেফতার করে।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে জানান তিনি। আদালতে হাজির করে রিমান্ড চাইতে পারে পুলিশ।

দেশের ১৯-তম প্রধান বিচারপতি হিসেবে এবিএম খায়রুল হক শপথ নেন ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর। পরের বছর ১৭মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহণ করেন। ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন তিনি।

খায়রুল হকের বিরুদ্ধে এরইমধ্যে বেশ কয়েকটি মামলা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ আনা হয়। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2