• NEWS PORTAL

  • বুধবার, ২৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর শোক

প্রকাশিত: ২১:৩১, ২২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর শোক

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছে ‘আমরা বিএনপি পরিবার’। 

মহান আল্লাহপাক রাব্বুল আল-আমিন যেনো শোকার্ত পরিবারগুলোকে সন্তান হারানো কিংবা আহত হওয়ার ঘটনায় ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন- এই দোয়া করেছেন সংগঠনটির প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্যবৃন্দরা। 

মঙ্গলবার (২২ জুলাই) সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এক শোক বার্তায় বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুস্থ্যতা কামনা করেছেন। দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। একই সাথে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের রক্ত দান এবং প্রয়োজনী সহযোগিতা নিয়ে শোকাহত পরিবারের পাশে থাকবে ‘আমরা বিএনপি পরিবার’। 

প্রসঙ্গত, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনায় বিমান দুর্ঘটনার পরেই মাইলস্টোনে গিয়ে স্বেচ্ছাসেবকের কাজ শুরু করেন সংগঠনটির উপদেষ্টাবৃন্দ, আহ্বায়ক, সদস্য সচিব ও সংশ্লিষ্ট সদস্যরা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2