• NEWS PORTAL

  • বুধবার, ২৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষ, যা বললেন জামায়াত ও ইসলামী আন্দোলন

প্রকাশিত: ০০:১১, ২৩ জুলাই ২০২৫

আপডেট: ০০:১৭, ২৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষ, যা বললেন জামায়াত ও ইসলামী আন্দোলন

যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলনের নেতারা। বৈঠকে উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাসহ সমসাময়িক পরিস্থিতি ও জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠক শেষে মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গণমাধ্যমের সাথে কথা বলেন জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতারা। তবে বিএনপি ও এনসিপির কোনো প্রতিনিধি সাংবাদিকদের সাথে কথা বলেননি।

জামায়াতের ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গতকাল মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছি। আহতদের চিকিৎসায় যেন ত্রুটি না হয় সেটি সরকারকে বলেছি। পাশপাশি নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে আরেকটু কঠোর হওয়ার পরামর্শ দিয়েছি। কোনো একটি মহল পরিকল্পিতভাবে আইন-শৃঙ্খলা পরিস্থতির অবনতির চেষ্টা করছে। এই দেশে ফ্যাসিবাদের আর কোনো স্থান নেই। এ বিষয়ে পুরো জাতি ঐক্যবদ্ধ থাকবে। যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ করতে হবে। এ সময় নির্বাচনের বেশ আগেই একটা স্থিতিশীল পরিস্থিতি ও লেভের প্লেইং ফিল্ড নিশ্চিতের কথাও বলেন তিনি।

ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, অনেকে গুজব ছড়ানোর মাধ্যমে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে হবে। মতপার্থক্য থাকলেও আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসিত যাতে না হতে না, সে বিষয়ে আমরা একমত।

তিনি আরও বলেন, সচিবালয় বার বার আক্রান্ত হচ্ছে। আগেতো এমন হয়নি। এই সরকারের সময় কেন হচ্ছে? সচিবালয়ে প্রশাসনিক বা আইন-শৃঙ্খলার কোনো ব্যর্থতা রয়েছে কি না- তা খতিয়ে দেখতে সরকারকে বলা হয়েছে। এ সময় নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থতির উন্নতি ও সরকারকে কঠোর হাতে সবকিছু দমন করার আহ্বান জানান তিনি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2