বেতন-ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বেতন-ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, দল-মত নির্বিশেষে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা থাকলেও আইনশৃঙ্খলা ও স্বাস্থ্য ব্যবস্থা আগের মতো রয়েছে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ অন্যরা। এর আগে সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতারা।
বিভি/এসজি
মন্তব্য করুন: