• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রোপাগান্ডা করে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে জামায়াতের আমীর: নাছির

সৈয়দ সাকিব, রাজশাহী বিশ্ববিদ্যালয় 

প্রকাশিত: ২০:৫৭, ২৩ জুলাই ২০২৫

আপডেট: ২০:৫৮, ২৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
প্রোপাগান্ডা করে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে জামায়াতের আমীর: নাছির

ছবি: নাছির উদ্দিন নাছির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, প্রোপাগান্ডা করে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করছেন জামায়াতের আমীর। 

বুধবার (২৩ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি)-তে আয়োজিত শাখা ছাত্রদলের ‘জুলাই শহিদদের স্মরণে সভা’ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন নাছির।

ছাত্রদলের সাধারণ সম্পাদক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আপনারা দেখেছেন মাইলস্টোন কলেজে দুর্ঘটনার সাথে সাথেই বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামির আমির গণমাধ্যমে তার বক্তব্যে বলেছেন, তার ধারণা ১০০ জনেরও বেশি মানুষ এখানে মারা গেছেন। আগে জানতাম ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিভিন্ন বট আইডি ব্যবহার করে মিথ্যা-প্রোপাগান্ডা ছড়ায়; কিন্তু একটি মূল সংগঠনের শীর্ষ নেতা এমন প্রোপাগান্ডা ছড়াতে পারে, বিভ্রান্ত করতে পারে—এটি আমার রাজনৈতিক জীবনে প্রথম দেখেছি। জামায়াতের আমিরের বক্তব্যে বিভ্রান্ত হয়ে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা ধর্মঘট করে কয়েকজন উপদেষ্টাকে আটকে রেখেছিলো এ অভিযোগে যে, লাশের সংখ্যা গোপন করছে সরকার, বিশেষ করে সেনাবাহিনী।’

জামায়াতের আমীরের কড়া সমালোচনা করে নাছির উদ্দিন নাছির বলেন, ‘একশোর বেশি মানুষ মারা গেছে—এমন প্রোপাগান্ডা ছড়িয়ে তিনি কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করছেন, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন; সেনাবাহিনীকে নিয়ে তারা মিথ্যাচার করেছে। আজকের এ আয়োজন থেকে বলতে চাই, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। সেনাবাহিনী মৃতের যে সংখ্যাটি বলেছে, তাতে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। যতোজন কোমলমতি শিক্ষার্থী শহিদ হয়েছে, সে সংখ্যা কোনোভাবেই লুকানোর সম্ভাবনা নেই। কারণ প্রতিটি অভিভাবক স্কুলের তথ্য, সামাজিক মাধ্যম এবং সাংবাদিকদের মাধ্যমেই যোগাযোগ মেন্টেইন করছেন।’

ছাত্রশিবির প্রসঙ্গে তার ভাষ্য, ‘যদি শিবির দেখতে চান; শিবিরের আচার-ব্যবহার ও সন্ত্রাসী কার্যক্রম দেখতে চান তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যান। আপনারা চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গেলে শিবিরের আসল চরিত্র দেখতে পাবেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা টার্গেট করে ‘জিরো পার্সেন্ট কন্ট্রিবিউশন, ১০০ পার্সেন্ট সেলিব্রেশন’ বলে ছাত্রদলের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা শুরু করে। ৫ আগস্টের পরে ছাত্রশিবির আত্মপ্রকাশ করায় আমরা স্বাগত জানিয়েছিলাম; কিন্তু দেখবেন, যে ক্যাম্পাসে তাদের অবস্থান রয়েছে, সেখানে তারা আত্মপ্রকাশ করেছে; আর যেখানে সক্ষমতা দেখাতে পারে না, সেখানে গুপ্ত অবস্থায় রাজনীতি করছে; কমিটি প্রকাশ করছে না।’

স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. জহির রায়হান আহমেদ। শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সর্দার রাশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী। এতে রাবি ও রাজশাহী মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2