ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না: নাহিদ

ছবি: বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা আমাদের ওপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। এটা আমাদের দায়িত্ব। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে ৫ আগস্ট রায় দিয়ে ফেলেছে। মুজিববাদ এখনো নানা ছলে মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে।
নাহিদ বলেন, মুজিবাদের রাজনীতি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। বাংলাদেশে যে ঐক্য তৈরি হয়েছে, সংস্কারের মাধ্যমে তা রক্ষা করতে হবে। রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থে, গণঅভ্যুত্থানের আকাঙ্খার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সংস্কারে প্রতি সহমত হবার আহ্বান জানিয়ে, অবিলম্বে জুলাই সনদ ঘোষণার দাবি জানান নাহিদ।
এতে আরও বক্তব্য রাখেন, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, শামান্তা শারমিনসহ অনেকে। পথসভার আগে কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহর ঘুরে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়।
বিভি/এমআর
মন্তব্য করুন: