মাইলস্টোন ট্র্যাজেডিতে শহীদ তিন পরিবারের পাশে শামসুজ্জামান দুদু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাইলস্টোন ট্র্যাজেডিতে শহীদ মো: বুরহান উদ্দিন বাপ্পী, আরিয়ান, হুমায়ূন এর পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর তুরাগ থানায় শহীদ পরিবারের বাসায় সাক্ষাৎ পি করতে যান।
শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার আগে প্রথমে শহীদ মো. বুরহান উদ্দিন বাপ্পী, আরিয়ান, হুমায়ূন এর কবর জিয়ারত করেন, শহীদদের জন্য দোয়া করেন তিনি। পরে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন।
এ সময় তিনি শহীদ পরিবারদেরকে সান্তনা দেন। তিনি বলেন, এটা কি মর্মান্তিক ঘটনা। এ ঘটনায় শুধু বাংলাদেশের মানুষ নয়। বাংলাদেশেরা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা আছে তারাও মর্মাহত হয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সকলের খোঁজ রাখছেন। সন্তান হারানোর বেদনার থেকে বড় শোক আর কিছু হতে পারে না।
এ সময় আরও উপস্থিতি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদী, ছাত্রদলের সাবেকসহ সাংগঠনিক সম্পাদক বদিউল উল কবির চপলসহ প্রমুখ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: