• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আড়াই বছরের চেষ্টায় নিজ হাতে পবিত্র কোরআন লিখলো ৯ বছরের শিশু

প্রকাশিত: ২২:২৫, ২০ জুলাই ২০২৫

আপডেট: ২২:২৬, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
আড়াই বছরের চেষ্টায় নিজ হাতে পবিত্র কোরআন লিখলো ৯ বছরের শিশু

মুহাম্মদ মাদলাজ; ৯ বছর বয়স তার। ভারতের কেরালা রাজ্যের এ শিশু এক অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। সে প্রায় আড়াই বছর ধরে নিয়মিত চেষ্টায় পবিত্র কোরআন সম্পূর্ণ নিজ হাতে লিখেছেন। এই অনন্য কাজটি তার গভীর ধর্মীয় অনুরাগ, অধ্যবসায় সৃজনশীল মানসিকতার উজ্জ্বল নিদর্শন মনে করছে সবাই।

২০২২ সালের ডিসেম্বর মাসে, যখন তার বয়স মাত্র ছয় বছর, তখন স্থানীয়ভাবে আয়োজিত সাত বছরের নিচের শিশুদের জন্য একটি প্রতিযোগিতা থেকে অনুপ্রাণিত হয়ে কোরআন লেখার কাজ শুরু করে মাদলাজ।

সে প্রতিদিন এক ঘণ্টা করে এ-৪ সাইজের কাগজে পেন্সিল দিয়ে কুরআন লিখত এবং আরবি ক্যালিগ্রাফির নান্দনিকতা ও শুদ্ধভাবে তাজবিদসহ লেখার নিয়মাবলি যথাযথভাবে অনুসরণ করত।

তার পরিবার তাকে একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয় এবং তার কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। তার মা প্রতিদিন তার হাতে লেখা অংশগুলো পর্যালোচনা করতেন এবং প্রয়োজনীয় সংশোধন করতেন। অবশেষে, ২০২৫ সালের ২৬ মে তার এই কাজ সম্পন্ন হয়।

লিখিত কোরআনের এই কপি পরবর্তীকালে বহু হাফেজ (নারী ও পুরুষ) দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়, যাতে লেখা কোরআনটি অনুমোদিত মুসহাফের সঙ্গে পুরোপুরি মিল রয়েছে কি না, তা নিশ্চিত করা যায়। কুরআনের প্রত্যেকটি পারা কয়েকবার করে পরীক্ষা করা হয়েছে দু’মাসব্যাপী এই যাচাইকরণ প্রক্রিয়ায়।  

সূত্র: ইকনা

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2