• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানো ভিডিও পুরোনো: ডিএমপি

প্রকাশিত: ১৪:১৩, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানো ভিডিও পুরোনো: ডিএমপি

সকাল থেকে রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি শেয়ার করে অনেকেই দাবি করেছে নিজেদের ডাকা হরতালের সমর্থনে বাসে আগুন দিয়েছে গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি একাধিক টেলিভিশনও প্রকাশ করেছে নিজেদের ফেসবুক ও ইউটিউবে। কিন্তু পুলিশ বলছে, ‘গুলিস্তানে এমন কোনো ঘটনাই ঘটেনি।’

রবিবার (২০ জুলাই) দুপুরে বাংলাভিশনের পক্ষ থেকে গুলিস্তানে সরেজমিন যাচাই করেও এই ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। এদিকে, দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে কোনো গাড়িতে আগুনের ঘটনা ঘটেনি। ছড়িয়ে পড়া ভিডিওটি অনেক পুরোনো বলেও জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের সমর্থনে বাস পোড়ানো সংক্রান্তে কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। প্রকৃতপক্ষে উক্ত ভিডিও দুটি অনেক পুরনো এবং কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে আজকের ভিডিও বলে প্রচার করছে। উক্ত স্থানসমূহকে এরকম কোন ঘটনা সংঘটিত হয়নি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। মানুষের মনে অহেতুক ভীতি ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা হিসেবে একটি কুচক্রী মহল এসব পুরনো ভিডিও ও ছবি প্রকাশ করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে।

যে কোন ধরনের সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে তাই কুচক্রী মহল কর্তৃক এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য নগরবাসীদের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বিভি/কেএস/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2