অধিনায়ক লিটনের যাত্রা, টস হারলো বাংলাদেশ

বছরের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ রাত নয়টায় শুরু হচ্ছে। শনিবার (১৭ মে) শারজায় টস হেরেছেন টাইগারদের নতুন অধিনায়ক লিটন দাস।
এদিন টস জিতে টাইগারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। ফলে আগে ব্যাটিং করবেন লিটন দাসরা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, শেখ মেহেদি, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
বিভি/এজেড
মন্তব্য করুন: