হোয়াইটওয়াশের ম্যাচে বাংলাদেশ একাদশে ৫ পরিবর্তন

টানা দুটি সিরিজ জয় করে যেন উড়ছে বাংলাদেশ। লঙ্কার মাটি থেকে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর ঘরের মাঠে পাকিস্তানকে টানা দুটি ম্যাচ হারিয়ে সিরিজ জিতে নিয়েছে লিটন দাসের দল। আজ লক্ষ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ। এই ম্যাচে একাদশে ৫টি পরবির্তন এনেছে বাংলাদেশ।
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। গত ম্যাচের একাদশ থেকে আজ পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
বিশ্রাম দেওয়া হয়েছে পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে। তাদের জায়গায় একাদশে ফিরেছেন নাঈম শেখ, তানজিদ তামিম, মেহেদী মিরাজ, সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাইম শেখ, লিটন দাস (অধিনায়ক), মেহেদী মিরাজ, শামীম হোসেন, জাকের আলী, শেখ মেহেদী, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, হুসেইন তালাত , ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।
বিভি/এজেড
মন্তব্য করুন: