• NEWS PORTAL

  • শনিবার, ২৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

হোয়াইট ওয়াশ করতে ব্যর্থ টাইগাররা, সম্মান বাঁচালো পাকিস্তান

প্রকাশিত: ২২:০৮, ২৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
হোয়াইট ওয়াশ করতে ব্যর্থ টাইগাররা, সম্মান বাঁচালো পাকিস্তান

হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এই চাপ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়া তো দূরের কথা পরপর উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। ফলে হোয়াইট ওয়াশ করার প্রতিশোধ নিতে ব্যর্থ হয় টাইগাররা আর এই ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ হওয়া থেকে নিজেদের সম্মান বাঁচায় পাকিস্তান। 

রান তাড়া করতে মাঠে নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে লিটনরা। দলের খাতায় কোনো রান যোগ করার আগেই সালমান মির্জার বলে কট বিহাইন্ড হন তানজিদ হাসান তামিম। পরের ওভারে ফাহিম আশরাফের বলে বোল্ড হন অধিনায়ক লিটন দাস। ৮ বলে ৮ রান করেন তিনি। পাওয়ার প্লে-র মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় স্বাগতিকরা। ৮ বলে ৯রান করে মেহেদী হাসান মিরাজ, ২ বলে ১ রান করেন জাকের আলী আর শূন্য সাজঘরে ফিরেন শেখ মেহেদী। 
 
বিপর্যয়ের সময় হাল ধরতে ব্যর্থ হন শামীম হোসেন ও মোহাম্মদ নাঈম। ৫ বলে ৫ রান করে সালমান আলীর বলে ইনসাইড এজ হয়ে শামীম বোল্ড হন। অন্যদিকে ওপেনিংয়ে নামা নাঈম ১৭ বলে ১০ রান করে সাজঘরের পথ ধরেন। তাতে ৪১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে হার নিশ্চিত করে ফেলে লিটনরা। শেষ পর্যন্ত ৩৪ বলে ২ ছক্কা ও ২ চারের মারে ৩৫ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার ইনিংসে কমে হারের ব্যবধান। ১৯ রান খরচায় পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সালমান। ২টি করে উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ। 

এর আগে, মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় খেলা  শুরু হয়।  টস জিতে আগে বোলিং নেন বাংলাদেশ অধিনায়ক। গত ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ দলে আসে পাঁচটি পরিবর্তন। আগে ব্যাটিংয়ে নেমে দুই পাক ব্যাটার ভালো শুরু করেন। দুই ওপেনারের ব্যাটে ভর করে বিনা উইকেটে ৫০ রান করে সালমান আগার দল।

৬ ওভারে বিনা উইকেটে ৫০ রান করে সফরকারীরা। শাহিবজাদা ও সাইম আইয়ুব দলকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় নাসুমের বলে সাজঘরে ফিরেন সাইম আইয়ুব। সাজঘরে ফেরার আগে ২১ রান করেন তিনি।  সাইম আউট হলেও অন্য ওপেনিংয়ে নেমে হাফ সেঞ্চুরি তুলে নেন শাহিবজাদা। কিন্তু এই পাক ওপেনারকেও বেশি দূর যেতে দেননি টাইগার স্পিনার নাসুম আহমেদ। নাসুমের বলে ৪১ বল খেলে ৬৩ রান করেন তিনি। তার ইনিংসে ৫টি ছয় ও ৬টি চারের মার ছিলো।

এ ছাড়া মোহাম্মদ হারিস ৫, হাসান নাওয়াজ ৩৩, সালমান আগা ১২ ও মোহাম্মদ নাওয়াজ ৩০ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন ৩উইকেট ও নাসুম ২ উইকেট এবং শরিফুল ও সাইফউদ্দিন ১টি করে উইকেট তুলে নেন।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2