• NEWS PORTAL

  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি আজ

প্রকাশিত: ০৯:০৫, ২৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি আজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি আজ। চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। এই মাঠেই প্রথম টি-টোয়েন্টি ১৬ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০’তে এগিয়ে ক্যারিবিয়রা।

ওয়ানডে সিরিজ ২-১'এ জয়ের পর টি-টোয়েন্টিতেও ফেভারিট হয়ে মিশন শুরু করে বাংলাদেশ। কিন্তু, প্রথম টি-টোয়েন্টিতে বোলিংয়ে শেষ ৫ ওভার এবং ব্যাটিংয়ে দলের টপ অর্ডার ডুবিয়েছে।

টস জিতে প্রথমে ব্যাট করে শেষ ৫ ওভারে ৬৪ রানের ঝড়ে টাইগারদের ১৬৬ রানের টার্গেট দেয় ক্যারিবিয়রা। জবাবে ১৪৯ রান করলেও বাংলাদেশের ব্যাটিং ছিলো ছন্নছাড়া।

এশিয়া কাপ থেকে যে ব্যাটিং ব্যর্থতা শুরু হয়েছে, আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও তার নেতিবাচক প্রভাব বজায় ছিলো। গত তিন মাসে টাইগারদের ব্যাটিংয়ে সফলতা বলতে ক্যারিবিয়দের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচটি।

বোলিংয়ে স্পিনার রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও তানভীর ইসলামরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সফলতা দেখালেও পারফরম্যান্সে পিছিয়ে পড়েছেন পেসাররা। বিশেষ করে, গুরুত্বপূর্ণ সময়ে টাইট লাইন এবং ইয়র্কার লেংথে বোলিংয়ের দক্ষতা প্রদর্শনে বারবার ব্যর্থ হচ্ছেন পেসাররা।

তবে, টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ চারটি সিরিজে জয়ের অভিজ্ঞতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পিছিয়ে পড়েও সিরিজ জয়ে আত্মবিশ্বাসী টাইগাররা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2