বিপিএল চ্যাম্পিয়ন হয়ে কুমিল্লা কত টাকা পেলো?

চতুর্থবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০১৫, ২০১৯ ও ২০২২ এরপর এবারের আসরেও চ্যাম্পিয়ন হয়েছে নাফিসা কামালের দল। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এখন কথা হলো- চ্যাম্পিয়ন হযে এই আসরে কত টাকা প্রাইজমানি পেলো কুমিল্লা?
এই ম্যাচের আগে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইজমানির কথা জানিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা। ফাইনালে হেরে যাওয়া দল পাবে এক কোটি।
এই হিসেবে চ্যাম্পিয়ন কুমিল্লা পেয়েছে ২ কোটি টাকা। রানার্সআপ সিলেট পেয়েছে এক কোটি টাকা।
এর বাইরেও থাকছে বিভিন্ন আর্থিক পুরস্কার। টুর্নামেন্টে সেরা রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারীর জন্য ৫ লাখ টাকা পুরস্কার রাখা হয়েছে। সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাচ্ছেন ১০ লাখ টাকা।
বিভি/এজেড
মন্তব্য করুন: