• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সিরাজগঞ্জে গণঅভ্যুত্থানে ১৩ শহীদ স্মরণে ১৩ বৃক্ষরোপণ

হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৩:৫৯, ১৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সিরাজগঞ্জে গণঅভ্যুত্থানে ১৩ শহীদ স্মরণে ১৩ বৃক্ষরোপণ

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে ১৩ শহীদের নামে মুক্তির সোপানে ১৩টি বৃক্ষরোপন করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের মুক্তির সোপানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে ‘এক শহীদ এক বৃক্ষ’ জাতীয় কর্মসূচির আলোকে জেলা প্রশাসন ও বন বিভাগের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ জেলার ১৩ শহীদের নামে ১৩টি সোনালু প্রজাতির বৃক্ষরোপন করা হয়েছে। 

বৃক্ষরোপনের আগে শহীদ পরিবারে উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক মুক্তিযোদ্ধ আজিজুর রহমান দুলাল, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও ছাত্র সমন্বয়ক মুনতাসীর মেহেদী। 

পরে সকলের উপস্থিতে শহীদ পরিবারের সদস্যরা তাদের নিজ নিজ পরিবারের শহীদের নামে একটি করে বৃক্ষরোপন করেন।

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে ১৩ শহীদ হলেন- সিরাজগঞ্জ পৌরসভার মাছুম দক্ষিণ পাড়া নিবাসী ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জু, কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের শিহাব উদ্দিন, সিরাজগঞ্জ পৌরসভা গয়লার বিএনপিকর্মী সুমন সেখ ও আব্দুল লতিফ, সদর উপজেলার মেছড়া হাটপাড়ার জাহাঙ্গীর আলম, রায়গঞ্জ উপজেলার দুমরাই রুূূদ্রপুরের লেবু ও বারইভাগের নজরুল ইসলাম, সিরাজগঞ্জ সরকারী কলেজের ছাত্র বেলকুচি উপজেলার বেতিল মাধবপুরের শিহাব আহম্মেদ ও বেতিল গোপরেখী দক্ষিণ গুমুখী গ্রামের সিয়াম হোসেন, শাহজাদপুর উপজেলার খুকনি ঝাউপাড়ার ইয়াহিয়া আলী, কৈজরির অন্তর ইসলাম, রূপপুরের সুজন মাহমুদ ও নাগরদোলার মনিরুজ্জামান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2