• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষ, উভয়পক্ষের ১৫ জন আহত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৩:২৭, ২২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষ, উভয়পক্ষের ১৫ জন আহত

চট্টগ্রাম মহানগরীর চকবাজারে ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে ২জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টায় চকবাজার থানার আশপাশের এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়।

জানা গেছে, ছাত্রলীগ কর্মী উল্লেখ করে এক যুবককে ছাত্রদলের নেতাকর্মীরা ধরে চকবাজার থানায় সোপর্দ করেন। অন্যদিকে তাকে ‘জুলাই যোদ্ধা’ উল্লেখ করে থানায় ছাড়াতে যান ছাত্রশিবিরের একদল নেতাকর্মী। এ নিয়ে সংঘাতের সূত্রপাত হয়।

ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা উত্তেজনার একপর্যায়ে থানা প্রাঙ্গণে ঢুকে পুলিশের সামনে মারামারি শুরু করে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। পরে ধাওয়া পালটা ধাওয়া, সংঘর্ষ ছড়িয়ে পড়ে থানার দুই পাশে চানমারী রোড থেকে গুলজার মোড় পর্যন্ত এলাকায়। 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. জাহেদুল কবির জানান, এক যুবককে থানায় সোপর্দ করা নিয়ে উত্তেজনা শুরু হয়। আমরা দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি,  গ্রেফতারও নেই। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2