• NEWS PORTAL

  • বুধবার, ২৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মাইলস্টোনের হতাহতদের দোয়া মাহফিলে যাওয়ার পথে বাবার মৃত্যু, ২ মেয়ে আহত

প্রকাশিত: ২০:০৫, ২২ জুলাই ২০২৫

আপডেট: ২০:০৬, ২২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
মাইলস্টোনের হতাহতদের দোয়া মাহফিলে যাওয়ার পথে বাবার মৃত্যু, ২ মেয়ে আহত

গাজীপুরের শ্রীপুরে মাইলস্টোনে হতাহত শিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে যাচ্ছিলেন মাসুদ রানা (৪৫) ও স্কুল পড়ুয়া তার দুই মেয়ে। পথে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন বাবা। এ ঘটনায় তার স্কুলপড়ুয়া দুই মেয়ে আহত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় এক বাসিন্দা জানান, মাসুদ রানা তার দুই মেয়ে মাহিমা ও তনিমাকে নিয়ে মোটরসাইকেলে মাওনা চৌরাস্তার ন্যাশনাল মেরিট একাডেমিতে যাচ্ছিলেন। সেখানে উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহত ব্যক্তিদের জন্য দোয়া মাহফিল হওয়ার কথা। নয়নপুর বাজার এলাকায় যাওয়ামাত্র দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাসুদ রানা দুই মেয়েসহ মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে মাসুদ রানা প্রাণ হারান। গুরুতর আহত হয় দুই মেয়ে মাহিমা ও তনিমা। আহত দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ন্যাশনাল মেরিট একাডেমির পরিচালক মো. সাহাবউদ্দিন ফরাজী বলেন, স্কুলের দুই শিক্ষার্থী বাবার সঙ্গে দোয়া মাহফিল অনুষ্ঠানে আসছিল। পথে দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়েছে। দুজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আয়ুব আলী বলেন, কাভার্ড ভ্যানচাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে চালককে। এ বিষয়ে নিহত ব্যক্তির স্বজনদের পক্ষে লিখিত অভিযোগ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2