মাইলস্টোনে নিহত হুমায়রা-তানভীরের বাড়িতে শোকের মাতম

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থী মেহেনাজ আক্তার হুমাইরা ও তানভীরের গ্রামের বাড়ি টাঙ্গাইলে চলছে শোকের মাতম।
সোমবার (২১ জুলাই) তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে জেলার মির্জাপুর ও সখিপুরের আকাশ ভারী হয়ে ওঠে।
নিহতদের মধ্যে একজনের মেহেনাজ আক্তার হুমাইরা (৮)। সে সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। সে ওই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক।
অপরজন তানভীর আহমেদ (১৪)। সে মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নগরভাত গ্রাম গ্রামের রুবেল মিয়ার ছেলে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
মঙ্গলবার সকাল ৯ টায় হতেয়া কেরানীপাড়া প্রাইমারি স্কুল মাঠে জানাযা শেষে হতেয়া কেরানীপাড়া সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে সকাল ১০ টায় তানভীর আহমেদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় টাঙ্গাইলের বিভিন্ন স্থরের মানুষ উপস্থিত ছিলেন। তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে গ্রামে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় চারপাশের বাতাস ভারি হয়ে উঠেছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: